খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩


খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে মাহেন্দ্রা চালকসহ দুই শিক্ষক নিহত হন।

শনিবার (১৭ মে) সকালে ডুমুরিয়ায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা নামক এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকরা হলেন- হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ। তারা কয়রা উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগদানে জন্য আসছিলেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মাহিন্দ্রা চালকের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল আহমেদ জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×