ময়মনসিংহে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার


ময়মনসিংহে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা খেলার সময় বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব পাশে বালুর স্তূপে একটি অস্ত্র দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন।

শর্টগানের বাটে বিডি ২০১৮ লেখা দেখা গেছে। পুলিশের ধারণা, ৫ আগস্টের দিন পুলিশের এই অস্ত্রটি লুট করা হয়েছিল।

আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান। 

তিনি বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি ৫ আগস্ট লুট হওয়া পুলিশের একটি অস্ত্র।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×