বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০২:২৮ পিএম, ১০ মে ২০২৫

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৯ মে) বিকেলে ইউনিয়নের কালিবাড়ি বাজারে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সম্মেলনের শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পরে সন্ধ্যার দিকে সংঘর্ষ হয় এবং দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আরও জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় গঠিত ৭টি গঠনতন্ত্রমূলক কমিটির মধ্যে একটি কমিটি হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কমিটি গঠনের দায়িত্ব পায়। এ কমিটিতে ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য বজলু হাওলাদার এবং অ্যাডভোকেট এইচ এম মিজানুর রহমান।
সম্মেলনের আয়োজন করেন সাবেক ইউনিয়ন সভাপতি ডা. আবুল কালাম শিকদার। অভিযোগ রয়েছে, তিনি সম্মেলনের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে একতরফাভাবে আয়োজন করেন, যা নিয়ে অসন্তোষ তৈরি হয়। সম্মেলনের এক পর্যায়ে ডা. আবুল কালাম অনুসারী ও রাজৈর উপজেলা বিএনপির নেতা আরিফ হাওলাদারের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে জিয়া পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান জিয়া, আব্বাস শিকদারসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় জেলা বিএনপি শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করে আগামী ৭ দিনের মধ্যে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনায় একপক্ষের অভিযোগ, আরিফ হাওলাদার আওয়ামী লীগের লোকজন সঙ্গে নিয়ে গণ্ডগোল সৃষ্টি করেছেন। অন্যদিকে আরিফ হাওলাদার দাবি করেন, আবুল কালাম দায়িত্ব নিয়ে ঠিকমতো আয়োজন করতে না পারায় বিশৃঙ্খলা হয়েছে।
ঘটনার পর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নাই। আমি ঘটনাস্থলে ছিলাম না। ওখানে আমাদের পুলিশ অফিসার রবিউল বাশার ডিউটিতে ছিলেন।