গুলিবিদ্ধ অবস্থায় অনুপ্রবেশ করা ভারতীয় চোরাকারবারি আটক


গুলিবিদ্ধ অবস্থায় অনুপ্রবেশ করা ভারতীয় চোরাকারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা গুলিবিদ্ধ ভারতীয় এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ মে) বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তির নাম সুজন বর্মন। বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রাতে (রবিবার) কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বিজিবির একটি টহলদল রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে।’

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ চোরাকারবারিকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, আটক সুজন বর্মনের বাবার নাম মঙ্গল বর্মন। ভারতের আগরতলার বটতলী গ্রামে তাদের বাড়ি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×