মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত


MARCH NAEEM 2ND/Madaripur Legal Aid Day 2.jpg

‘ঘরে কোনো আনন্দ নাই, আপস করে ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’। এই প্রতিপাদ্যে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। 

রবিবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সে স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শরীফ এ. এম. রেজা জাকের, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হান্নান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মো: সজীব, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব ও পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমদাদুল হক খান, সাধারণ সম্পাদক এ্যাড. মাহাবুব হোসেন শাকিল সহ বিজ্ঞ আইনজীবী, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সহ অন্যরা।

অনুষ্ঠানে ফৌজদারী বিষয়ে এ্যাড জামিনুর রহমান মিঠু ও দেওয়ানী বিষয়ে শিলা রানী বণিক কে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সেরা আইন সহায়তা প্রতিষ্ঠান হিসেবে মাদারীপুর লিগ্যাল এসোসিয়েশন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম জানান, ২০২৪ সালে আদালতে ২৯৬টি মামলা দায়ের এবং ১৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া লিগ্যাল এইডে মিমাংসা হয়েছে ১৭০টি। এছাড়া ৫৭৫ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×