২২ বছর পর চুরির টাকা মালিককে ফেরত


২২ বছর পর চুরির টাকা মালিককে ফেরত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিএন্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। দীর্ঘ ২২ বছর পর সেই চোরের অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা মালিককে ফেরত দিয়েছেন তিনি।

বাড়ির বাসিন্দা মো. ইফরান মোর্শেদ বলেন, ‘২০০৩ সালে নতুন বাড়ি করার সময় আমাদের একটি পানির মোটর চুরি হয়। চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।’

তিনি বলেন, ‘শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর সড়ক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আমার এক বড় ভাইকে চোর এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানান। একপর্যায়ে হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চান। হুজুর মোটর বিক্রির টাকা মালিককে ফেরত দিতে বলেন। মালিককে মোটর বিক্রির টাকা দিতে চাইলে প্রথমে তিনি নিতে চাননি। একপর্যায়ে হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।

চোর বাড়ির আশপাশেই থাকেন জানিয়ে ইফরান মোর্শেদ বলেন, ‘আমি যতটুকু জানি তিনি এখন আর এ পথে নেই।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×