মাদারীপুরে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ


April 2025/Swiming.jpg

মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ। 

শুক্রবার (২৫) সকালে শকুনী লেকে অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি, ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার  হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জাহিদুর রহমান খান ও জুবায়ের আহমেদ নাফি।

অনুষ্ঠানে সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ৪ জন বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের করার সুযোগ পাবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×