গাজীপুরে চিলাহাটির বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ


গাজীপুরে চিলাহাটির বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকায় প্রবেশপথে গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে সালনা ব্রিজ এলাকায়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের সালনায় এ ঘটনা ঘটে। 
 
ঢাকায় প্রবেশপথে গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪ বগি লাইনচ্যুত হয়েছে সালনা ব্রিজ এলাকায়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ। জানা গেছে, আরও ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে লাইন ক্লিয়ার হতে।
 
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, ‘রোববার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
 
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁচ্ছানো মাত্রই চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেননি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×