জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ রয়েছে: ধর্ম উপদেষ্টা


জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ রয়েছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরবর্তীতে এতে যোগ দিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. খালিদ হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে এনসিপির যে দাবি রয়েছে, সরকার সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে।”

‘উপদেষ্টাদের সেইফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারাজীবন শিক্ষকতা করেছি। আমার ঢাকায় বা চট্টগ্রামে কোনো বাড়ি নেই, বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত কঠিন ও অনিশ্চিত সময়ে দায়িত্ব নিয়েছিলাম। তখন দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা— কোনো কিছুই স্বাভাবিক ছিল না। গত ১৫ মাস ধরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল।”

ধর্ম উপদেষ্টা আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ধর্মীয় সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×