আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৫ এম, ১৮ অক্টোবর ২০২৫

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটারও। আবাসিক এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) তথ্য অনুযায়ী, নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা স্থানীয় একটি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “এটি আফগান ক্রীড়াঙ্গনের জন্য এক গভীর ক্ষতি।”
মর্মান্তিক এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় ১৭০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো ঘরবাড়ি ও বাজার এলাকায় নির্বিচারে বোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি