পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পাগলা মুন্সিখোলা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে মো. বশির (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহত বশির ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবার দাবি করছে, বশিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিবার জানায়, বশির মাদকাসক্ত ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মোঃ হাসিনুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১০:৩০ মিনিটের মধ্যে বশির পরিত্যক্ত দোকান থেকে রড হাতে নিয়ে বের হন। পরে আবার তিনি দোকানের ভিতরে প্রবেশ করেন এবং আর বের হননি।
তিনি আরও বলেন, পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় একই দৃশ্য দেখা গেছে। নিহতের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।