যুক্তরাজ্যে অভিবাসনে আসছে নতুন নিয়ম
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৩ এম, ১৮ অক্টোবর ২০২৫

যুক্তরাজ্যে পাড়ি জমাতে চাওয়া অভিবাসন প্রত্যাশিদের এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এমন নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী ৮ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। মূলত দক্ষ কর্মীর ভিসা, বিভিন্ন ক্যাটাগরির গ্র্যাজুয়েট জব এবং স্কেল আপ ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে চাকরির জন্য ভিসার আবেদনকারীদেরকে এ লেভেলের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা মূলত দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাংগুয়েজের বি ২ লেভেলের সমমান। সরকার বলছে, চলতি বছরের মে মাসে অভিবাসান বিষয়ে প্রকাশিত শ্বেতপত্রের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকার জানায়, চলতি বছরের মে মাসে প্রকাশিত অভিবাসনসংক্রান্ত শ্বেতপত্রের অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ বিষয়ে বলেন, “আপনি যদি এই দেশে আসেন, আপনাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে এবং নিজের দায়িত্ব পালন করতে হবে। যারা ব্রিটেনে অবদান রাখেন, তাদের আমরা স্বাগত জানাই। কিন্তু ভাষা না জেনে অভিবাসন গ্রহণ করা গ্রহণযোগ্য নয়।”
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ভিসা প্রার্থীদেরকে অনুমোদিত সংস্থার মাধ্যমে তাদের ভাষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। এখন থেকে দক্ষ শ্রমিক, স্কেল আপ, এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (এইচপিআই) ক্যাটাগরির প্রার্থীদের বি–২ লেভেলের ইংরেজি দক্ষতা থাকতে হবে, যেখানে আগে প্রয়োজন ছিল বি–১ লেভেল।
স্কেল আপ ভিসা মূলত দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতের কর্মীদের জন্য, আর হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল বলতে বোঝানো হচ্ছে, গত পাঁচ বছরের মধ্যে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের।
অন্য ভিসা ক্যাটাগরিগুলোর জন্যও পর্যায়ক্রমে একই ধরনের ভাষাগত যোগ্যতা আরোপ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “শ্বেতপত্রে প্রস্তাবিত পরিবর্তনগুলো যুক্তরাজ্যের অভিবাসনব্যবস্থাকে আরও সুনির্দিষ্ট, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করে তুলবে।”
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নতুন এই নিয়ম কার্যকর হলে প্রতিবছর দেশে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ১ লাখ পর্যন্ত কমে যেতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরি-র পরিচালক ড. ম্যাডেলেইন সাম্পশন বলেন, অনেক গ্র্যাজুয়েট পদে এমনিতেই এ লেভেল ভাষাগত দক্ষতা প্রয়োজন। তবে তার মতে, এই নতুন নিয়ম টেকনিক্যাল ও ম্যানুয়েল ধরনের চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে, যেখানে এত উচ্চ ভাষাগত দক্ষতার প্রয়োজন সাধারণত থাকে না।