গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুর: আটক চার


গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুর: আটক চার

গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটকদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় সোপর্দ করা হয়।
 
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) কোর্টে পাঠানো হবে।
 
রোববার (৭ এপ্রিল) দেশব্যাপী ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরেও বিক্ষোভে অংশ নেন মুসলিম জনতা। এ সময় কিছু দুর্বৃত্ত বাটা শোরুমে হামলা চালায়। পরে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অভিযান চালায় পুলিশ। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×