ডাকাতি করতে এসে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা


ডাকাতি করতে এসে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় ডাকাতি করতে এসে ঘরে ঢুকে তাহমিনা আক্তার রোজি (৫৮) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের মহরম এমরান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×