যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা


যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

যশোরের মনিরামপুর উপজেলায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু এবং মনিরামপুর পৌরসভার সাবেক দুই কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মোল্লা।

উল্লেখ্য, বাচ্চু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাগ্নে। করোনাকালীন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ৫৫৫ বস্তা সরকারি চাল কেলেঙ্কারিতে জড়িয়ে কিছুদিন জেল খেটেছিলেন। অন্যদিকে, মোহাম্মদ আজিম মনিরামপুর পৌরসভার হাকোবা ওয়ার্ডের ও আব্দুল কুদ্দুস জুড়ানপুর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তারাও উপজেলা যুবলীগের নেতা।

তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন মোল্লা জানান, গত ১০ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদল নেতা মিজানুর রহমানের হাকোবা এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় উত্তম চক্রবর্তী বাচ্চু, মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুস এজাহারভুক্ত আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×