অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সবজিবোঝাই পিকআপ খাদে, নিহত ৩


অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সবজিবোঝাই পিকআপ খাদে, নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া (মৈশাইর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন। তিনি বলেন, ‘সিলেট থেকে সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। পিকআপটি কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালকসহ তিন জন নিহত হয়।’

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একজন চালক, অপরজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×