সমন্বয়ক সারজিস আলমের দাদা মারা গেছেন


সমন্বয়ক সারজিস আলমের দাদা মারা গেছেন
সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা তজির উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলোয়া খোয়া ইউনিয়ন বামনকুমার গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

এ বিষয়ে বিকেলে পৌনে ৪টার দিকে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তথ্যটি নিশ্চিত করে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহ'র জিম্মায় চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা...।’


বিষয়টি জানিয়েছেন সারজিস আলমের বাবা আকতারুজ্জামান সাজু। তিনি বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার বয়স ৯৪ থেকে ৯৫ হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×