ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার


ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানের সই করা বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গাজীপুর মহানগর পুলিশ আইনের ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর দুইটা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জারি করা আদেশগুলো বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে প্রত্যাহার করা হল।’

নাজমুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে চলা-ফেরা করবে এটা সাংবিধানিক অধিকার।’

‘তারা যেন আর মারামারি না করেন, এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন।’

গেল ১৭ ডিসেম্বর রাতে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়ের পন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দুই পক্ষের শতাধিক লোক আহত হন। ওই ঘটনায় ওই দিনই দুপুর থেকে ইজতেমায় ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশ-মিছিলের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×