সুনামগঞ্জে পৌর মেয়রসহ স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা কারাগারে


সুনামগঞ্জে পৌর মেয়রসহ স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা কারাগারে

সুনামগঞ্জে ৪ আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়রসহ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালত এ আদেশ দেন।

এর আগে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল, মসিবুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

বাদী পক্ষের আইনজীবী মো মাসুক আলম জানান, ৪ আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহার ভুক্ত আসামি পৌর মেয়র নাদের বখতসহ ৫ জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ, ৪ আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর জামিন পান এম এ মান্নান।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×