জামালপুরে সালিশের পর কৃষককে কিল-ঘুষিতে খুনের অভিযোগ


জামালপুরে সালিশের পর কৃষককে কিল-ঘুষিতে খুনের অভিযোগ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে কিল-ঘুষি মেরে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। 

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেঘরিয়া এলাকায় এ ঘটনা হয়।

নিহত কৃষকের নাম আবুল কালাম (৫৮)। তিনি ওই উপজেলার তেঘরিয়া এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, এক খণ্ড কৃষিজমি নিয়ে আবুল কালাম ও প্রতিবেশী মো. ইউনুস মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে একটি সালিশ বৈঠক শুরু হয়। সালিসির পর উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মো. ইউনুস মিয়ার লোকজন আবুল কালামকে কিল-ঘুষি দিতে থাকে। এ সময় আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×