সিরাজগঞ্জে শুরু হলো বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগ


সিরাজগঞ্জে শুরু হলো বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগ

তৃণমূলের ফুটবলকে জাগিয়ে তুলতে সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগ'২৪ শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে রহমতগঞ্জ সুতাকল মাঠে লীগের উদ্বোধনী খেলায় রাজিউল হাসান বুলেটের জুপিটা একাদশ ও শেখ আল হাসানের ব্লাক ডায়মন্ড অংশ নেয়।

খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি হয়। ব্লাক ডায়মন্ডের গোলকিপার নির্জর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসানের তৃণমূল পর্যায়ে ফুটবল নিয়ে কাজ করার বিষয়ে স্থানীয় দর্শক ও লীগের আয়োজক কমিটি বসুন্ধরা কিংসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাজারো দর্শকের উপস্থিতিতে লীগের উদ্বোধনী অনুষ্ঠান অলংকৃত করেন ৮০ দশকের সাবেক কৃতি ফুটবলাররা।

সাবেক ফুটবলারদের দাবি, নতুন প্রজন্মকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। ভালো মানুষ, ভালো লিডারশীপ খেলাধুলার মাধ্যমেও সম্ভব। আশা করছি জাতীয় মানের ফুটবলার তৈরিতে তৃণমূলের এই লীগ ভূমিকা রাখবে।

বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগের আয়োজক কমিটি জানান, এই লীগের মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি ক্যাম্প করবো। ক্যাম্পের মাধ্যমে সঠিক ট্রেনিং পেলে অবশ্যই সিরাজগঞ্জ থেকে, মাসুদ রানা, ফাহিম,আব্দুল্লাহ ও প্রীতমদেরমত খেলোয়াড় জাতীয় ফুটবল দলে নেতৃত্ব দেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×