অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা হাতকাটা নফর গ্রেফতার


অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা হাতকাটা নফর গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফরকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার জয়নাল আবেদিন নফর, যিনি 'হাতকাটা নফর' নামে পরিচিত, তিনি দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সেনাবাহিনী নফরের বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ ও মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ ঘটনায় স্থানীয়রা নফরের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×