আনোয়ারায় দুই চোর আটক


আনোয়ারায় দুই চোর আটক

আনোয়ারায় নাগরদোলার লোহার অ্যাংগেল চুরি করে বিক্রি করার অভিযোগে দুই চোরকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৪) নভেম্বর বিকালে উপজেলার বারশত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটক মো. আরমান উদ্দিন জিসান (১৯) ও মো. ওসমান শামীম জয় (১৮) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বোয়ালিয়া গ্রামে নাগরদোলার লোহার অ্যাংগেল চুরি করে বিক্রি করার সময় স্থানীয়রা দুই চোরকে আটক করে।

পরে তাদের যৌথবাহিনীর কাছে তুলে দেওয়া হয়। সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, আটক দুইজন পেশাদার চোর। তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×