২৩ দিনের ব্যবধানে পাঁচ শিক্ষার্থী হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়


২৩ দিনের ব্যবধানে পাঁচ শিক্ষার্থী হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মাত্র ২৩ দিনের ব্যবধানে পাঁচজন শিক্ষার্থীকে হারিয়ে শোকের ছায়ায় আচ্ছন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হঠাৎ মৃত্যু, দুর্ঘটনা ও হত্যাকাণ্ডে ভিন্ন ভিন্ন ঘটনায় অকালে ঝরে গেছে তরুণ প্রাণ, মর্মাহত সহপাঠী ও শিক্ষকরা।

গত ৫ অক্টোবর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ছাত্রদল নেতা হাসিবুর রহমানের। বিশ্ববিদ্যালয়ের সক্রিয় এই শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত ছিলেন সহপাঠীরা।

এর ঠিক তিন দিন পর, ৮ অক্টোবর, ১৪তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজধানীতে ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যেই তার এই মৃত্যু বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর বেদনা ছড়িয়ে দেয়।

এরপর ১৯ অক্টোবর, আরমানিটোলার রৌশান ভিলা নামের একটি বাসার সিঁড়িতে জোবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

এর ৫ দিন পর, ২৪ অক্টোবর, হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মনজুয়ারা আক্তার সড়ক দুর্ঘটনায় মারা যান। একই দুর্ঘটনায় প্রাণ হারায় তার ১০ বছরের মেয়েও।

সবশেষে, ২৬ অক্টোবর, ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মেট্রোরেলের স্প্রিং বেয়ারিং প্যাড খুলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান।

এক মাসেরও কম সময়ে ঘটে যাওয়া এই পাঁচটি মৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মনে গভীর বেদনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

অক্টোবর মাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হয়ে থাকবে। এই ধারাবাহিক মৃত্যুর ঘটনা শুধু বেদনার নয়; এটি একটি সতর্কবার্তা, যা মনে করিয়ে দেয়, শিক্ষার্থীদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুস্থতা, এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×