ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, রোববার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালাতে পারবেন।
শেষ দিন প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ও তাদের পরিকল্পনা তুলে ধরছেন। শুক্রবার ও শনিবার বিভিন্ন হলকেন্দ্রিক কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রার্থীরা।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মহসিন হলে বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী বা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে গণনা করাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেলও গঠন করা হবে।”
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা হলের শিক্ষার্থীদের কাছে গিয়ে নারী ভোটারদের উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে এবং এ বিষয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি।”
অমর একুশে হলে এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিকালে মধুর ক্যান্টিনে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী জরুরি ব্রিফিংয়ে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ এবং রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্য রয়েছে।
এছাড়া বিকালে ছাত্রদল চিফ রিটার্নিং অফিসারের কাছে ভোট সংক্রান্ত অভিযোগপত্রও জমা দেয়।
প্রচারণার এই শেষ দিন শেষে হাতে থাকবে মাত্র এক দিন, এবং আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। আশা করা হচ্ছে, নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক হবে।