রাবিতে বৈষম্যবিরোধী প্রেমযাত্রা, বঞ্চিতদের বিক্ষোভ


রাবিতে বৈষম্যবিরোধী প্রেমযাত্রা, বঞ্চিতদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছেন প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভের আগে সংক্ষিপ্ত সমাবেশ ‘তুমি কে, আমি কে, ‘বঞ্চিত, বঞ্চিত’, এমন নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে এবং মেয়েদের হলের সামনে গিয়ে দুই মিনিট নিরবতা পালন করে। মিছিল শেষে বৃক্ষরোপণ, ক্যাম্পাসের দোকানদারদের মধ্যে ফুল বিতরণ, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি ও পালন করা হয়।

সমাবেশে সংগঠনটির সদস্যরা বলেন, ‘এই কর্মসূচি ৯ বছর ধরে পালিত আসছে। সমাজে প্রেম ও ভালোবাসার অভাব পরিলক্ষিত। অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, তবে পবিত্র প্রেমের নামে এই বৈষম্য চাই না। আমরা চাই সমতা। এজন্য ভালোবাসা দিবসে এই কর্মসূচি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×