নাটকীয় লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১ রানে হারাল বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:২১ এম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

শেষ কয়েক বছরে শ্রীলঙ্কা-বাংলাদেশ ক্রিকেটের লড়াই যেন নতুন উত্তাপ তৈরি করে। এশিয়া কাপের দুই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হয়; গ্রুপ পর্বে হারলেও সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে দারুণ এক জয় দেখিয়েছিলেন লিটন দাসরা। এবার সেই পথ অনুসরণ করলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররাও। নাটকীয় এক লড়াই শেষে বাংলাদেশ জিতে রইল মাত্র ১ রানের ব্যবধানে।
নারী বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। প্রথমটি বৃষ্টিতে বাতিল হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচই হয়ে উঠল দলের প্রস্তুতির একমাত্র সুযোগ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফারজানা হক বিদায় নেন ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে রুবিয়া হায়দার ও অভিজ্ঞ শারমিন আক্তার গড়েন ৯০ রানের জুটি। রুবিয়া ৫২ বলে ৩৩ রান করেন, আর শারমিন ১০১ বলে ৭১ রান করে দলের বড় ইনিংস উপহার দেন।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট থেকে যোগ করেন ৩০ বলে ২০ রান। এরপর সুমাইয়া আক্তার ৪২ বলে ৩৮ রান করে দলের স্কোরকে শক্তিশালী করেন। শেষ দিকে ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ২৬ রানে। ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান।
লঙ্কানরা জবাব দিতে নেমে শুরুতে বিপর্যয়ের মধ্যে পড়ে। ৮৬ রানে ৪ উইকেট হারায় দল। চামারি আতাপাত্তুকে মারুফা আক্তার মাত্র এক রানেই বোল্ড করেন। ফাহিমা খাতুন ফেরান হাসিনি পেরেরা ও ভিষ্মি গুনারত্নেকে। রাবেয়া খান ফেরান হারশিতা সামারাবিক্রমাকে।
পঞ্চম উইকেটে কাভিশা দিলহারি ও নীলাকশিখা সিলভা ৯৮ রানের জুটি গড়ে লঙ্কানদের আশা দেখান। তবে নিশীতা আক্তার নিশি কাভিশাকে হিট আউট করে জুটি ভাঙেন। নীলাকশিখা ৪৯তম ওভারে নাহিদা আক্তারের শিকার হন। শেষ দুই উইকেটে লঙ্কানদের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ছিল ৮ বল, কিন্তু তারা তুলতে পারে মাত্র ৯ রান।
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার, কিন্তু সেই ওভারেই তারা দুই উইকেট হারায় এবং ইনিংস শেষ হয় ২৪১ রানে। বাংলাদেশ নারী দল তাই জয় পায় রুদ্ধশ্বাস এক ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে।