ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি স্ট্যাটাসে ক্রিকেট অঙ্গনে বিতর্ক


ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি স্ট্যাটাসে ক্রিকেট অঙ্গনে বিতর্ক

দীর্ঘ এক বছর ধরে চাপা থাকা গুঞ্জনের অন্তত কিছু অংশ ফাঁস হলো এক অপ্রত্যাশিত ফেসবুক পোস্টের মাধ্যমে, যা থেকে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে টানাপোড়েন স্পষ্ট হলো। একজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, অন্যজন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।

রবিবার, দীর্ঘদিন পর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানালে তা দ্রুত ভাইরাল হয়ে দেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি প্রকাশ পেতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন।

আসিফ মাহমুদ লেখেন, ‘‘একজনকে পুনর্বাসন না করার জন্য সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম, এখানে আলোচনা শেষ।’’

এই মন্তব্যের পর সাকিব আল হাসান নীরবতা ভেঙে আসিফ মাহমুদের কথাগুলো সরাসরি উদ্ধৃত করে প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতিকে নাটকীয় মাত্রা দেন। তিনি লেখেন, ‘‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’’

গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছিল। সে সময় তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাত এসেছিলেন। কিন্তু পরে নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়নি।

এরপরও বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তবে সাকিব দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। আপাতত তার দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই। তাই বলা যায়, কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটাই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ হিসেবে রয়ে গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×