আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ৩৬ বছর বয়সী এই পেসার জানান, সময় এসেছে জাতীয় দলের জার্সি গুটিয়ে রাখার।

ওকস লিখেছেন, সেই মুহূর্তটি এসে গেছে। আমি মনে করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।

গত অ্যাশেজে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কাঁধে চোট পান ওকস। স্লিংয়ে হাত ঝুলিয়ে ব্যাট করতে নামার দৃশ্য তখন ভক্তদের হৃদয়ে দাগ কেটে যায়। শেষ পর্যন্ত সেই চোটই তার ক্যারিয়ার থামিয়ে দিল। এর আগে ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কী জানিয়েছিলেন, ওকস আর ভবিষ্যৎ পরিকল্পনায় নেই।

পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার বাবা-মা, স্ত্রী অ্যামি এবং দুই মেয়ে লাইলা ও এভির ভালোবাসা ও সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। ভক্তদের, বিশেষ করে বার্মি আর্মিকে ধন্যবাদ জানাই তাদের আবেগ ও বিশ্বাসের জন্য।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৭১ ম্যাচ খেলেছেন ওকস।

টেস্ট: ৬২ ম্যাচ, ১৯২ উইকেট, ব্যাট হাতে এক সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরি

ওডিআই: ১২২ ম্যাচ, ১৭৩ উইকেট

টি-টোয়েন্টি: ৩৩ ম্যাচ, ৩১ উইকেট

ব্যাটিংয়ে মোট রান: ৩,৭০৫

সাফল্যের ঝুলি:

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়

২০২৩ অ্যাশেজে সিরিজ সেরা

ওকস জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চ ছাড়লেও তিনি কাউন্টি ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন। তার ভাষায়, শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। গত ১৫ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দুটি বিশ্বকাপ জেতা আর অসাধারণ অ্যাশেজ সিরিজের অংশ হওয়া কখনো কল্পনাও করিনি। এই যাত্রা উপভোগ করেছি, কোনো আক্ষেপ নেই।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, স্লিংয়ে হাত ঝুলিয়ে টেস্টে দলের জয় নিশ্চিত করতে নামা তার নিবেদনই প্রমাণ করে, দেশকে কতটা ভালোবাসতো সে। মাঠে একজন যোদ্ধা, বাইরে ভদ্রলোক ইংল্যান্ডের হয়ে তার অবদান আমাদের কাছে অবিস্মরণীয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×