কানাডা থেকে সুখবর পেলেন সাকিব


কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান এবার কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। এই টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে মাঠ মাতাবেন সাকিবকে। তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আইকন ক্রিকেটার হিসেবে।

সাকিবের সঙ্গে টাইগার্সের জার্সিতে মাঠে নামবেন আরও কিছু আন্তর্জাতিক তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে ৮ অক্টোবর, যা ১০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সুপার সিক্সটি লিগ চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

কানাডার এই আসরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজা।

মন্ট্রিয়াল টাইগার্সের সম্পূর্ণ স্কোয়াড:
সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং এবং পদম জোশি।

এই লিগে সাকিবের খেলা যেনো একেবারে উত্তেজনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটপ্রেমীদের জন্য মজার ঝলক দেখাবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×