বিসিবি নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, আমিনুলের পথে নেই বাধা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘনিয়ে আসছে, আর ভোটের ঠিক ছয়দিন আগে মনোনয়ন যাচাই-বাছাই পর্বে বাদ পড়লেন তিনজন প্রার্থী। এর ফলে কিছু পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগই থাকছে না।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ছিল বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পরদিন সোমবার নির্বাচন কমিশন প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই করে। সেই প্রক্রিয়াতেই বাতিল হয়ে যায় তিনটি মনোনয়ন।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো ঢাকা বিভাগের প্রতিনিধি প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। তার মনোনয়ন বাতিল হওয়ায় একই বিভাগের বাকি দুই প্রার্থী, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এছাড়া বাতিল হওয়া বাকি দুই প্রার্থী হলেন চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম।
চলতি নির্বাচনে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও, নির্ধারিত সময়ের মধ্যে ৯ জন তাদের ফরম জমা দেননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার বিকেল ৫টার পর সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, তিনটি বিভাগে নির্ধারিত পদে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যার ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন।
এই তিন প্রার্থী হলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জুলফিকার আলী খান, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাখাওয়াত হোসেন।
সোমবারের যাচাই-বাছাই শেষে বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন ফেরত না এলে এই ৪৮ জনের মধ্য থেকেই হবে চূড়ান্ত ভোটাভুটি। তবে, কেউ ইচ্ছা করলে এখনো প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন।