জাকেরদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন


জাকেরদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন

জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক যেন নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন। পাওয়ার হিটিংয়ের কৌশল শেখাতে বাংলাদেশ দলে এসেছেন জুলিয়ান উড। দুই-এক দিনের সংস্পর্শেই খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন তিনি। জাকের বললেন, “উড বড় কোনো টেকনিক পালটাতে আসেননি, বরং প্রতিটি ব্যাটারের নিজের স্টাইলের মধ্যে লুকানো ছক্কার শক্তি খুঁজে বের করতে চান। কারও সুইং বেসবল ধাঁচের, কারও গলফের মতো তাদের জন্য আলাদা উপায় রয়েছে।” এসব প্রস্তুতি এশিয়া কাপকে সামনে রেখে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে জাকের আলী নিজেদের প্রস্তুতি নিয়ে জানিয়েছেন, প্রো-ভেলোসিটি ব্যাট হাতে নিলে যে শব্দ বের হয়, তার সঙ্গে বাড়তি শক্তি যোগ করার কৌশল শেখানো হচ্ছে। উড ব্যাটিংয়ের রোমাঞ্চ ও ফিটনেস নিয়ে গভীর আলোচনা করছেন। নাথান কেলির দায়িত্ব নেওয়ার পর থেকে দলের খেলোয়াড়দের শরীরে নতুন শৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিদিনের ক্লান্তি ও কষ্ট সইতে হচ্ছে খেলোয়াড়দের, যা জাকেরের চোখে নতুন নয়; এক বছরেরও বেশি সময় ধরে তারা অভ্যস্ত।

তবে এবারের ক্যাম্পে ছিল কিছুটা ভিন্নতা ও বাড়তি তীব্রতা। খেলোয়াড়দের শরীরে লাগানো ট্র্যাকার ও প্রতিটি রিপোর্ট জমা দেওয়ার পদ্ধতি তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে উদ্বুদ্ধ করছে। কে আগে শেষ করলো তা গুরুত্বপূর্ণ নয়, বরং কার এফোর্ট কত, সেটাই কোচের নজরে আসছে।

স্লগ ওভারের ব্যাটিং প্রসঙ্গে জাকের বলেন, কখনো সুযোগ আসে, কখনো আসে না। টপ অর্ডার ভালো খেললে হয়তো স্লগের প্রয়োজন কম হয়, আবার কখনো ঝড় তুলতেই নামতে হয়। এখানে শর্টকাট নেই, শুধু নিয়মিত প্র্যাকটিস আর সাহসী মানসিকতার লড়াই,” তিনি উল্লেখ করেন। মিডল ওভারকে সবচেয়ে দুর্বল অংশ হিসেবে চিহ্নিত করে জাকের বলেন, মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে। কীভাবে উইকেট হারানো ছাড়াই ভালো রানরেট ধরে রাখা যায়, আমরা তা নিয়ে আগেই কাজ করছি।

মনোবিদের ব্যবহার প্রসঙ্গেও তিনি খোলাখুলি মনোভাব দেখান। ক্রিকেট কেবল ব্যাট-বলের খেলা নয়, মানসিক দৃঢ়তাও বড় অস্ত্র। বিসিবি যদি সহায়তা দেয়, তা তারা সাদরে গ্রহণ করতে প্রস্তুত। জানা গেছে, এশিয়া কাপ পর্যন্ত কাজের জন্য মনোবিদ ডেভিড স্কটকে নিয়োগ দিয়েছে বিসিবি, তবে তিনি কখন টাইগারদের সঙ্গে যুক্ত হবেন, তা এখনও জানা যায়নি।

ব্যক্তিগত লক্ষ্যর বিষয়ে জাকের বলেন, কোনো ব্যাটিং পজিশনে বড় রান বা দ্রুত রান করার বাইরে আলাদা কোনো স্বপ্ন আঁকছি না। তবে দলীয় স্বপ্নের ব্যাপারে দৃঢ়। এশিয়া কাপে আমাদের লক্ষ্য কেবল চ্যাম্পিয়ন হওয়া।

ড্রেসিংরুমের প্রত্যেকেই এই বিশ্বাসে উজ্জীবিত। জাকের স্পষ্টভাবে বলেন, এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। ড্রেসিংরুমের সবাই বিশ্বাস করছে, যে পরিবেশে আমরা আছি, সকলে যেভাবে চেষ্টা করছেন, তাতে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব।

জাকের আন্তর্জাতিক ক্রিকেটকে প্রতিদিনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখেন। আজ যে সমস্যা, তা আগামীকাল সমাধান করতে হয়। তিন ফরম্যাটে খেলার চাপ স্বপ্নের মতোই ক্লান্তিকর সংগ্রামও। শারীরিকভাবে ফিট না থাকলে এই যাত্রা সম্ভব নয়। তাই ফিটনেসের গুরুত্ব তিনি বারবার উল্লেখ করেছেন। নেদারল্যান্ডস সিরিজকেও তিনি সমান গুরুত্ব দিয়ে দেখছেন এবং আন্তর্জাতিক প্রতিটি জয়ের গুরুত্ব সমানভাবে মেনে চলছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×