পিএসজিকে রুখে দিয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলো চেলসি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৭ এম, ১৪ জুলাই ২০২৫

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্টে বড় দলগুলোকে হারিয়ে ফাইনালে উঠেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে সব হিসাব উল্টে দিয়ে শিরোপা জিতে নিল ইংলিশ ক্লাব চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১০ জনের পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে জিতেছে দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।
চেলসির হয়ে ম্যাচের নায়ক ছিলেন কোল পালমার। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে ব্লুজরা। ২২ ও ৩০ মিনিটে পালমারের জোড়া গোলে এগিয়ে যায় চেলসি। বিরতির আগে, পালমারের পাস থেকে ব্রাজিলিয়ান তরুণ হোয়াও পেদ্রো দারুণ চিপ শটে তৃতীয় গোলটি করেন।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ একের পর এক দুর্দান্ত সেভ করে পিএসজিকে গোল বঞ্চিত রাখেন। ৮৪ মিনিটে নেভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে পিএসজি।
তাতে উয়েফা কনফারেন্স লিগ জয়ী চেলসি এবার ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে ট্রফি ঘরে তুললো। তারা পঞ্চম ক্লাব হিসেবে একাধিকবার ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি গড়লো। এর আগে তারা ২০২১ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।
ম্যাচসেরা কোল পালমার বলেন,'এটা অসাধারণ অনুভূতি। অনেকে আমাদের নিয়ে সন্দিহান ছিল, কিন্তু আমরা নিজেদের প্রমাণ করেছি।'
চেলসি কোচ এনজো মারেসকা বলেন,'প্রথম ১০ মিনিটেই ম্যাচের রঙ আমাদের পক্ষে চলে আসে। কঠিন কন্ডিশনেও ছেলেরা দুর্দান্ত খেলেছে। তারা এই জয়টার পুরোপুরি দাবিদার।'