জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল


জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল

নতুন মৌসুমের আগে ফের মাঠে নামছে লিভারপুল। কিন্তু সতীর্থদের মাঝে বিরাজ করছে শূন্যতার হাহাকার। গত মৌসুমে একসঙ্গে ট্রফির আনন্দ উদযাপন করা ডিওগো জোতা যে আর নেই। আর কখনও তার ২০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে না কাউকে। গত ৩ জুলাই স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া এই ফরোয়ার্ডের ক্লাব জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘তার স্ত্রী রুদ ও পরিবারের সঙ্গে আলাপের পর ক্লাব ঘোষণা করছে ডিওগোর সম্মানে ও স্মৃতি বাঁচিয়ে রাখতে এলএফসি নারী ও অ্যাকাডেমিসহ সব পর্যায়ে তার স্কোয়াড নম্বর অবসরে পাঠানো হচ্ছে।’

ক্লাবের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেছেন, ‘আমি বিশ্বাস করি লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কোনও একজনের জন্য এই ধরনের সম্মাননা জানানো হলো। আমরা বলতে পারি একজন অনন্য চমৎকার ব্যক্তির জন্য এটা একটা অনন্য শ্রদ্ধা।’

জোতার মৃত্যুর পর রবিবার লিভারপুল প্রথমবার মাঠে নামছে। প্রাক মৌসুমের খেলায় তারা ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টনের মুখোমুখি হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×