অর্থ নয়, মায়ের জন্য সবার দোয়া চাইলেন ঋতুপর্ণা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৯:০২ পিএম, ০৯ জুলাই ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের নায়িকা ঋতুপর্ণা চাকমা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠার এই অর্জনে বড় অবদান ছিল তাঁর। তবে দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসায় ভাসতে ভাসতেই হঠাৎ করে পারিবারিক এক সংকটে পড়েছেন এই তারকা।
ঋতুপর্ণার মা বোজপুতি চাকমা বর্তমানে অসুস্থ। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হয় যে অর্থের অভাবে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে তাদের আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা হয়।
তবে এই খবরকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন ঋতুপর্ণা। ভুটানের পারো এফসির হয়ে ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে থাকা এই ফুটবলার স্পষ্ট করেছেন, মায়ের চিকিৎসায় অর্থের কোনো সমস্যা নেই। বরং, তিনি সবার কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চেয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের যে ভালোবাসা ও উদ্বেগ, তা সত্যিই এক বিশাল আশীর্বাদ। এই মুহূর্তে আমরা অর্থ নয়, বরং আমার মায়ের জন্য আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই। দয়া করে আমার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করুন এবং তাকে আশীর্বাদে রাখুন।’
ঢাকায় এশিয়ান কাপ বাছাই শেষে দলের সাফল্যের পরদিনই ঋতুপর্ণা উড়াল দিয়েছেন ভুটান। সেখান থেকে মায়ের জন্য সবার কাছে ভালোবাসা ও দোয়ার বার্তা দিয়ে এই ফুটবলারের মানবিক দিকটি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
দেশের কোটি ফুটবলপ্রেমীর মতো আমরাও তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করি।