মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো বাফুফে


February 4 2025/nari-football-dw-news.jpg

বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাস গড়া সাফল্য উদযাপন করতে মধ্যরাতেই আয়োজন করা হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার আনন্দে রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে রাত ২টার দিকে ঢাকায় পৌঁছায় জাতীয় নারী ফুটবল দল। এরপর সোজা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। রাত ৩টা ১৫ মিনিটে সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফে নির্বাহী কমিটির সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, সাবেক ফুটবলার আমিনুল হক, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, অধিনায়ক আফিদা খন্দকার, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার। তারা সবাই নারী দলের এই অসাধারণ অর্জনকে দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন।

মধ্যরাতে সংবর্ধনার মূল কারণ ছিল সময়ের সীমাবদ্ধতা। জানা গেছে, ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে যাচ্ছেন। এছাড়াও আরও কয়েকজন ফুটবলারও দু-এক দিনের মধ্যে দলের বাইরে যাবেন। তাই সবাইকে একসঙ্গে রেখেই দ্রুত আয়োজনটি সম্পন্ন করা হয়। 

মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখায় বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে নিশ্চিত করে মূল পর্বের টিকিট। এর আগেই অবশ্য টুর্নামেন্টে তাদের জায়গা নিশ্চিত হয়ে যায়। ঐতিহাসিক এই সাফল্য স্মরণীয় করে রাখতে তাই এমন আয়োজন ছিল অনন্য।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×