গ্লোবাল সুপার লিগে অবশেষে দল পেলেন সাকিব
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০২:০১ পিএম, ০৬ জুলাই ২০২৫

২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) সাকিব আল হাসানকে চাইলেও নিতে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে তিনি বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে এবারের জিএসএলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে দুবাই লিখেছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে আপনাকে স্বাগত সাকিব।’
২০২৪ সালে জিএসএলে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এবার তারা নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টুর্নামেন্ট সামনে রেখে গত ২৯ জুন জিএসএলের জার্সি উন্মোচন করেছিল রংপুর। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে ফ্র্যাঞ্চাইজিটির টেকনিকাল ডিরেক্টর শাহনিয়ান তামিম জানিয়েছিলেন, সাকিবকে নেওয়া যাবে কি যাবে না, এ ব্যাপারে রংপুরের কাছে কোনো নির্দেশনা যায়নি। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেছিলেন তানিম।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে সরে যাননি তিনি। এ বছরের এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।