দিনের প্রথম বলেই অলআউট জিম্বাবুয়ে


দিনের প্রথম বলেই অলআউট জিম্বাবুয়ে

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন দুই সেশনে দারুণ লড়াইয়ে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। যার পেছনে ছিলেন নিক ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৬৭)। হাফসেঞ্চুরি পেয়েছিলেন দুজনেই। চায়ের বিরতির পর ওয়েলচ রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতেই মোমেন্টাম বদলে দেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। শেষ সেশনে তাদের ঘূর্ণি জাদুতে নামে ব্যাটিং ধস। ৭ উইকেট হারিয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় তারা। 

৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়েকে দ্বিতীয় দিন আর দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। প্রথম বলেই তাইজুল ইসলামের শিকারে পরিণত হন ব্লেসিং মুজারাবানি (২)। তাতে ২২৭ রানে থেমেছে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। 

জিম্বাবুয়ে ইনিংসে ধস নামানোর মঞ্চটা গড়ে দেন নাঈম। ক্রেইগ আরভিন (৫) ও শন উইলিয়ামসকে (৬৭) ফিরিয়ে মোমেন্টাম পাইয়ে দেন তিনি। তার পর জিম্বাবুয়ের ব্যাটিংয়ের লেজ উন্মুক্ত করে দেন তাইজুল। শেষ পর্যন্ত ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন। ৪২ রানে দুটি নিয়েছেন নাইম। একটি নিয়েছেন তানজিম হাসান সাকিব। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×