১১২ রানে এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ


১১২ রানে এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ১১২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টি, আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনে মাত্র ৪৪ ওভার খেলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান ‍তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান তুলে।

তৃতীয় দিনের শুরুতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। মাঠে নেমেই এদিন শুরু থেকেই শর্ট বলে ভুগছিলেন মাহমুদুল। আর জিম্বাবুয়েও যেন তাকে এই ফাঁদেই ফেলার চেষ্টা করছিল। আর ফাঁদেও পড়লেন তিনি। মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মাঠ ত্যাগ করার আগে ৬৫ বলে ৩৩ রান করেন তিনি।

এরপর নাজমুল-মুমিনুল জুটি বাংলাদেশকে একটি শক্ত ভিত গড়ার দিকে নিয়ে যায়। কিন্তু ৬৫ রানের এই জুটি ভাঙেন নিয়াউচি। স্লিপে ক্যাচ দিয়ে ৪৭ রানে আউট হয়ে মাঠ ত্যাগ করেন মুমিনুল।

প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া মুশফিক দ্বিতীয় ইনিংসেও যেন একই ভুল করে বসলেন। এই ইনিংসেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি মি. ডিপেন্ডেবল। মাঠ ত্যাগ করার আগে তিনি ২০ বলে ৪ রান করেন।

আলোকস্বল্পতার কারণ নির্ধারিত সময়ের আগেই দিন ঘোষণা করে আম্পায়ার। এর আগে ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×