১০ মাসে আয়কর ফাঁকির ২০০ কোটি টাকা আদায়, নজরকাড়া সাফল্য আইটিআইআইইউ’র
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

মাত্র ১০ মাসের কার্যক্রমেই কর ফাঁকি তদন্তে বড়সড় সাফল্য দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন নতুন সংস্থা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। সংগঠনের তদন্তে উদ্ঘাটিত কর ফাঁকি থেকে ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্রে।
এই সাফল্য উদযাপন করতে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের ডাক ভবনে সংস্থার কার্যালয়ে কেক কেটে আয়োজন করে কর্মকর্তা-কর্মচারীরা।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর আইটিআইআইইউর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই ইউনিটটি বহুজাতিক করপোরেশন, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা এমনকি ক্রীড়াবিদদের আয়কর ফাইল তদন্ত করে নজর কাড়ে।
আইটিআইআইইউর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, “আমরা ২০০ কোটি টাকা ফাঁকির কর আদায়ের মাইলফলক অতিক্রম করেছি। ২০২৫ সালের ৮ জানুয়ারি আমাদের প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে কর জমা হয়েছিল। ৯ মাস ৮ দিনে এ-চালানের মাধ্যমে ২০১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৭১ টাকা ফাঁকিকৃত কর আদায় হলো।”