জয়ের আশা জাগিয়েও লখনউর কাছে হারলো কলকাতা


জয়ের আশা জাগিয়েও লখনউর কাছে হারলো কলকাতা

ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টস রান পাহাড় গড়ে। কলকাতা নাইট রাইডার্স শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করলে শেষ ওভারে রোমাঞ্চ ছড়ায়। তবে লক্ষ্য থেকে পাঁচ রান দূরে থাকতে ইনিংস শেষ হয় স্বাগতিকদের। ৪ রানে হার মানে কলকাতা। লখনউ তৃতীয় জয়ে সেরা চারে উঠে গেছে।

চলতি আইপিএলে মিচেল মার্শের চতুর্থ ফিফটি এবং নিকোলাস পুরানের ৩৬ বলে ৮৭ রানের সৌজন্যে লখনউ সুপার জায়ান্টস ২৩৮ রান করে। লিগে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহে অবদান রয়েছে এইডেন মারক্রামেরও। ২৮ বলে করেন ৪৭ রান। কলকাতার ছয় বোলারের মধ্যে চারজনেরই ইকোনমি রেট ছিল ১২-এর বেশি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×