আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল


আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল

আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

রবিবার, ১৯ অক্টোবর, সিলেট পুলিশ লাইনে নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করতে পারবে না।”

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে কমিশনার আনোয়ারুল জানান, নির্বাচন পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তার ভাষায়, রমজান শুরু হওয়ার আগেই ভোট অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল কনসারভেটিভ পার্টির (এনসিপি) প্রতীক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেওয়া যাচ্ছে না।”

প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন পদ্ধতি নিয়ে এক প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, এটি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো অবস্থান নেই।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকল বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না আশা করা যায়।”

তিনি আরও বলেন, অতীতের মতো বিতর্কিত পরিবেশে আর কোনো নির্বাচন হবে না। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেন, যেসব ব্যক্তিকে বিতর্কিত হিসেবে বিবেচনা করা হয়, তারা আগামী নির্বাচনে দায়িত্ব পালনে থাকবেন না।

তবে তিনি এটাও স্পষ্ট করেন, *“নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয়।”*

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×