শাহবাগে প্রতিবন্ধীদের পাঁচ দফা দাবিতে অবস্থান, পুলিশের বাধা


শাহবাগে প্রতিবন্ধীদের পাঁচ দফা দাবিতে অবস্থান, পুলিশের বাধা

রাজধানীর শাহবাগে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েটরা পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১৯ অক্টোবর) সকালে জাতীয় জাদুঘরের সামনে তারা ‘প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ’ ব্যানারে অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদের পুলিশ আটকে দেয়।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা অভিযোগ করেন, শিক্ষিত ও যোগ্য প্রতিবন্ধী যুবকরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বঞ্চিত। তারা জানিয়েছেন, ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকার দাবি জানানো হলেও কর্মসংস্থানে অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী কোটা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

তাদের বক্তব্য, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান ও সমাজে অংশগ্রহণ নিশ্চিত করা না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।

অবস্থান কর্মসূচিতে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন:

১. প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার, শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ প্রদান করা হোক।

২. প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে।

৩. দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধীরা নিজের পছন্দমতো শ্রুতি লেখক (বিকল্প সহকারী) মনোনয়নের স্বাধীনতা পাবে এমনভাবে নীতিমালা হালনাগাদ করতে হবে।

৪. সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট পদসংখ্যা নিশ্চিত নিয়োগ প্রদান করা হোক।

৫. সরকারি চাকরির জন্য প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে; সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছরের সীমা ৩৭ বছর করা হোক।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা অবস্থান কর্মসূচি শেষে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশ তাদের আটক করে। এই সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের দাবিসমূহ তুলে ধরার আশ্বাস দেয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা সড়কে শুয়ে পড়ায় আমরা তাদের সরিয়েছি। তাদের দাবিগুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সড়ক বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×