পিএসএলে শিরোপা জয়ের লক্ষ্য রিশাদের


পিএসএলে শিরোপা জয়ের লক্ষ্য রিশাদের

পিএসএল মাঠে গড়াতে বাকি মাত্র এক সপ্তাহ। এই লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য পেলেও নাহিদ রানা শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র পেয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে।

পাকিস্তান সুপার লিগে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই লেগস্পিনার। শনিবার তিনি বলেছেন, 'আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তান। আমার মনে হয় না এর চেয়ে বড় খুশির কিছু আছে। যাচ্ছি, ভালো করার চেষ্টা করবো। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করবো।’ 

এরপরই রিশাদ জানালেন এই সুযোগটা তার ক্যারিয়ারের জন্য কতটা সহায়ক হবে, 'আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটুকু নেওয়া যায়।’ 

পিএসএলে নিজের পরিকল্পনা নিয়ে তিনি বললেন, ‘কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। দলের যতটুকু প্রয়োজন, ওটা দেওয়ার চেষ্টা করবো। পাকিস্তানের উইকেট হিসেবে যতগুলো ব্যাটারদের সঙ্গে খেলেছি এবং পাকিস্তানের বেশিরভাগ ব্যাটারদের সম্পর্কে ধারণা আছে; এতটুক নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে; এসব আর কী।’   

টুর্নামেন্টটি ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে। পিএসএলের দশম আসর অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। ৩৮ দিনে হবে ৩৪টি ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×