বাফুফের ক্যাম্পে দুই প্রবাসী ফুটবলার


বাফুফের ক্যাম্পে দুই প্রবাসী ফুটবলার

হামজা চৌধুরীকে অনুসরণ করে দেশের ফুটবলে যোগ দিচ্ছেন বেশ কজন প্রবাসী। সে ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে আসা এলমান মতিন ও ইতালির আব্দুল কাদের। দুইজনই আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। 

এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন। কাদের খেলেন ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে। গতকাল সকালে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রবাসী ফুটবলার। 

অনুশীলন শেষে দুপুরে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দেন তারা। আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ আসরের জন্য বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জনের তালিকা করেছে। এ তালিকায় রয়েছেন এ দুই ফুটবলার। 

গতকাল তাদের অনুশীলন দেখেছেন বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। জানা গেছে, দুইজনের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে বাফুফের কোচদের। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×