‘চারদিকে খুন, ধর্ষণ, অপহরণ; কবে ফিরবে নিরাপত্তা? প্রশ্ন সাফজয়ী ঋতুপর্ণার


‘চারদিকে খুন, ধর্ষণ, অপহরণ; কবে ফিরবে নিরাপত্তা? প্রশ্ন সাফজয়ী ঋতুপর্ণার

দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। প্রতিদিনই পত্রিকার পাতায় প্রকাশিত হচ্ছে ধর্ষণ, অপহরণ ও হত্যার খবর। এমন পরিস্থিতির মধ্যেই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

শনিবার (৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আজ নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন- বাংলাদেশে আজ নারীরা কতটা নিরাপদ?’ তার পোস্টে ফুটে উঠেছে দুঃখ ও ক্ষোভ।

একটি মন্তব্যে ঋতুপর্ণা আরও বলেন, ‘আজ দেশে আমাদের কোনো প্রকার নিরাপত্তা নেই। ঘর থেকে বের হলেই ভয় কাজ করে। চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ- এই দেশ কবে ঠিক হবে?’

নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×