চুমুকাণ্ডে এবার জরিমানা হল রুবিয়ালসের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের এক ফুটবলারকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেয়ায় যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। যার কারণে তাকে জরিমানা করেছে স্পেনের হাই কোর্ট।
স্পেনের উচ্চ আদালত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যৌন হয়রানির দায়ে রুবিয়ালসকে ১০ হাজার ইউরো জরিমানা করেছেন। তবে চুমুকাণ্ডে জরিমানা হলেও চাপপ্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।
রুবিয়ালসের দাবি, চুম্বনে স্পেনের ফুটবলার হেরমোসোর সম্মতি ছিল। তবে ওই খেলোয়াড় সব সময়ই তা অস্বীকার করেছেন।
২০২৩ সালের আগস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিফা নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনাল শেষে পুরস্কারবিতরণী মঞ্চে ফুটবলাররা পদক নিতে উঠলে হেরমোসোকে চুমু খান মঞ্চে থাকা রুবিয়ালস। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতির এই কাণ্ডে প্রথমে স্পেন, এরপর বিশ্ব ফুটবলাঙ্গনে তোলপাড় ওঠে। এ ঘটনার জেরে রুবিয়ালসকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় ফিফা।
এদিকে ইএসপিএনের খবরে বলা হয়, ‘আদালতের রায়ের ভিত্তিতে আগামী এক বছর হেরমোসোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না রুবিয়ালস। শুধু তাই নয়, হেরমোসোর ২০০ মিটার অঞ্চলের মধ্যে যেতে পারবেন না স্পেনের সাবেক সভাপতি। লুইস রুবিয়ালসের ১০ হাজার ইউরো জরিমানা পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।’