কুষ্টিয়ায় ছাত্রদলের হামলায় শিক্ষক গুরুতর আহত, মাথায় ১৬ সেলাই


কুষ্টিয়ায় ছাত্রদলের হামলায় শিক্ষক গুরুতর আহত, মাথায় ১৬ সেলাই

কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন আশিকুর রহমান নামের এক তরুণ শিক্ষক। তাঁর মাথায় ১৬টি সেলাই দেওয়া হয়েছে। তিনি স্থানীয় কোচিং সেন্টার ইকোনমিকস হাব-এর শিক্ষক হিসেবে কর্মরত।

রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসেই এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আশিকুর রহমান দুপুরে কলেজ প্রাঙ্গণে তাঁর কোচিং সেন্টারের প্রচারণা লিফলেট বিতরণ করছিলেন। এ সময় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে লিফলেট বিতরণে বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটির পর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেনের অনুসারী রাফির নেতৃত্বে আশিকুরের ওপর হামলা চালানো হয়।

ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের পর আশিকুর দৌড়ে পালিয়ে একটি রিকশায় উঠলে, হামলাকারীরা সেখানেও গিয়ে তাঁকে মারধর করে। পরে খবর পেয়ে তাঁর সহকর্মীরা আশিকুরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা তাঁর মাথায় ১৬টি সেলাই দেন।

আহত আশিকুর রহমান বলেন, “কলেজে আমাদের কোচিং সেন্টারের লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। এ সময় ছাত্রদলের ছেলেরা আমাকে বাধা দেয় এবং দুর্ব্যবহার করে। আমি ভদ্রভাবে কথা বলতে বললে তারা আমাকে মারধর শুরু করে।” তিনি জানান, নিরাপত্তার কারণে হাসপাতাল থেকে বাসায় ফিরে চিকিৎসা নিচ্ছেন এবং হামলাকারীদের মধ্যে তিনি কেবল রাফিকে চিনেছেন।

তবে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন দাবি করেন, “কলেজের পোশাক পরা কয়েকজন ছেলে আশিকুরকে মারধর করছিল। আমি গিয়ে থামানোর চেষ্টা করি। একপর্যায়ে নিজেই পড়ে যাই, পরে চলে আসি।” তিনি আরও বলেন, “যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনকে জানিয়েছি। রাফি আগে ছাত্রলীগ করত, এখন তার সঙ্গে আমার যোগাযোগ নেই।”

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, “ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, রাফি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে একধরনের কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছে। কেউ তার বিরোধিতা করলেই মারধর ও নির্যাতনের শিকার হয়। শিক্ষার্থীরা আরও জানান, এক মাস আগে রাফি ও তার অনুসারীরা জেলার এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করেছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×