বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় শিবিরে অশান্তি!
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৪:১০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। দীর্ঘ ৮ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে মিনি বিশ্বকাপ নামে পরিচিত টুর্নামেন্টটি। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে ফেবারিট ভারত। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। সাম্প্রতিককালে ভারতকে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছে বাংলাদেশ। দুই দলের লড়াই সমর্থকরা দারুণ উপভোগ করে। এমন এক ম্যাচের আগে ভারতের ড্রেসিংরুমে শোনা যাচ্ছে অশান্তির খবর। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অসন্তুষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা এক উইকেটকিপার।
অস্ট্রেলিয়া সফরের ফলাফল কোচ গৌতম গম্ভীরের অবস্থান নড়বড়ে করে দিয়েছিল। সেই সফরের হতাশাজনক ফলাফলের কারনে একাধিক ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্কের অবনতি ঘটেছে বলে গুঞ্জন রটেছিল ভারতের গণমাধ্যমে। তবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে সমর্থকদের আশাও বেড়ে গিয়েছে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের মাঠে নামার আগে ফের চর্চায় ভারতের ড্রেসিং রুমের অশান্তির খবর। এমনটাই দাবি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উইকেটকিপার রিশভ পন্ত একাদশে সুযোগ না পাওয়ার জন্য কোচ গৌতম গম্ভীরকেই দোষারোপ করেছেন।
ইংল্যান্ড সিরিজ শেষেই গম্ভীর নিশ্চিত করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার কেএল রাহুল। সংবাদমাধ্যমকে ভারতের কোচ বলেছিলেন, 'রাহুল আমাদের এক নম্বর উইকেটকিপার। এই মুহূর্তে তার ওপরেই আস্থা রাখছি আমরা। পন্তও সুযোগ পাবে। তবে রাহুল ভালো খেলছে আর দুজন উইকেটকিপারকে তো খেলানো যাবে না।'
গম্ভীরের কথাতেই স্পষ্ট যে, পন্তকে একাদশে নিয়মিত দেখা যাবে না। অন্তত শুরুর দিকের ম্যাচে রাহুলের ওপরেই ভরসা রাখতে যাচ্ছেন কোচ। রাহুল খারাপ করলে বা কোনো কারণে খেলতে না পারলেই শুধু সুযোগ আসবে পন্তের। এ নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গেও তার বাকবিতণ্ডার খবর পাওয়া যাচ্ছে।
ভারতীয় সংবাদমা ধ্যমের খবর, গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারছেন না পন্ত। সুযোগ না দিয়েই তাকে যেভাবে বসিয়ে রাখা হচ্ছে তাতে আপত্তি এই উইকেটকিপারের। পন্তের ইচ্ছা ছিল কয়েকটি ম্যাচ খেলার। সেই ম্যাচগুলোয় খারাপ খেললে তাকে বেঞ্চে বসালে কোনো আপত্তি ছিল না তার। কিন্তু নিজেকে প্রমাণের সুযোগই পাননি তিনি। অন্যদিকে রাহুল ব্যর্থ হলেও তাকে টানা খেলিয়েই যাচ্ছেন গম্ভীর। সতীর্থদের মধ্যে কারো কারো সঙ্গে এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছেন পন্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই রাহুলকে খেলিয়েছেন গম্ভীর। প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর শেষ ম্যাচে ৪০ রান করেন রাহুল। অন্যদিকে গাড়ি দুর্ঘটনার পর জাতীয় দলে ফিরে টেস্ট ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেললেও ওয়ানডেতে সুযোগই পাচ্ছেন না পন্ত। এ সময়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন তিনি।
এই বিষয়ে কোচ গম্ভীর, পন্ত নিজে বা দলের কোনো খেলোয়াড়ই প্রকাশ্যে কিছু বলেননি। দুবাইয়ে ভারতীয় দলের অনুশীলনে পন্তকে হাসিখুশিই দেখা গেছে। ব্যাটিং-কিপিং অনুশীলন নিয়মিত করছেন। এই খবরের সত্যতা সম্পর্কে তাই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে খবর সত্যি হলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভারত বেশ বেকায়দায়।