দুর্বার রাজশাহীর মালিককে জিজ্ঞাসাবাদ, তিন কিস্তিতে পাওনা শোধের প্রতিশ্রুতি


Feb 2025/Rajshahi Intero.jpg

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে একের পর বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের টাকা না দেওয়া থেকে শুরু করে চেক বাউন্স- নানা বিতর্কের জন্ম দিয়ে এবারের বিপিএলকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে কঠোর হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে পুরো পাওনা শোধ করতে হবে রাজশাহীকে- এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিপিএল ২০২৫-কে ঘিরে বিসিবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায় থেকে এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আন্তরিক প্রয়াস প্রতীয়মান হলেও, টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।’

তাদের এমন অপেশাদার কর্মকাণ্ড গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার হলে বিষয়টি সমাধানে ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে রোববারের (২ ফেব্রুয়ারি) মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ।  

বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে সোমবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ ও ১০ ফেব্রুয়রির মধ্যে তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।  

এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। এমনটা না হলে তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। তাছাড়া বিপিএলে নানা অনিয়মের অনুসন্ধানে কাজ করছে একটি সত্যানুসন্ধান কমিটি। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×